নীলফামারী পৌরসভা নির্বাচনে অংশ নিতে চান ৮৭ জন প্রার্থী। এদের মধ্যে মেয়র পদে আগ্রহী চারজন। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৬১ জন আর সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে লড়াই করতে চান ২২ জন।
আগামী ২৮ নভেম্বরের ভোটকে সামনে রেখে মঙ্গলবার ছিল প্রার্থিতা জমা দেয়ার শেষ দিন। আর এই ৮৭ জন এদিন মনোনয়নপত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ জামান।
মেয়র পদে আওয়ামী লীগের হয়ে প্রার্থিতা জমা দিয়েছেন সদ্য বিদায়ী মেয়র দেওয়ান কামাল আহমেদ। নৌকা না পেয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বুলেট।
বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে না এলেও দলটির দুই নেতাও আছেন মেয়র হওয়ার লড়াইয়ে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম ও পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমানও প্রার্থিতা জমা দিয়েছেন স্বতন্ত্র হিসেবে।
কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ২ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৭ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৮ জন, ৫ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৬ নম্বর ওয়ার্ডে ৮ জন, ৭ নম্বর ওয়ার্ডে ৬ জন, ৮ নম্বর ওয়ার্ডে ৪ জন এবং ৯ নম্বর ওয়ার্ডে ৭ জন মনোনয়নপত্র জমা দেন।
সংরক্ষিত নারী কাউন্সিলরের তিনটি ওয়ার্ডের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে ৮ জন, ২ নম্বর ওয়ার্ডে ৭ জন এবং ৩ নম্বর ওয়ার্ডে ৭ জন রয়েছেন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ জামান জানান, আগামী বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। ১১ নভেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে। এরপর প্রার্থিতা চূড়ান্ত হলে ১২ নভেম্বর বরাদ্দ করা হবে প্রতীক।
রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, ৩৮হাজার ১৩৪জন ভোটার রয়েছে এই পৌরসভায়। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ৪১৬ জন এবং নারী রয়েছেন ২০ হাজার ৭১৮জন।
১৪টি কেন্দ্রের ৯২টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।
এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট হবে এই পৌরসভায়। ভোটের আগে মক ভোটিং হবে।