দেশের সব সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের নবম গ্রেডের গ্রন্থাগারিক (নন-ক্যাডার) পদে কর্মরত ও শূন্যপদের তথ্য চেয়েছে সরকার। এজন্য ১১ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে তথ্য পাঠাতে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, সব সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর নবম গ্রেডের গ্রন্থাগারিক (নন-ক্যাডার) গেজেটেড কর্মকর্তার সৃষ্ট, কর্মরত ও শূন্য পদের তথ্য আগামী ১১ নভেম্বরের মধ্যে হার্ডকপি অফিস চলার সময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ১৩০ নম্বর কক্ষে হাতে হাতে অথবা ডাকযোগে পাঠাতে অনুরোধ করা হলো।
যেসব তথ্য দিতে হবে
# নবম গ্রেডের গ্রন্থাগারিক (নন-ক্যাডার) গেজেটেড কর্তার পদ আছে কি না?
# আত্মীকৃত পদ কি না?
# স্থায়ী পদ কি না?
# ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী মূল পদের স্কেল কত?
# কর্মরত গ্রন্থাগারিকের নাম
# গ্রন্থাগারিকের মোবাইল নম্বর
# গ্রন্থাগারিকের পদ শূন্য থাকলে, কতদিন ধরে শূন্য?