চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। সোমবার দুই শিফট ও মঙ্গলবার দুই শিফটে এ পরীক্ষা নেয়া হয়। এতে অনুপস্থিত ছিলেন ৩৪ শতাংশ পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার বেলা ১১টায় তৃতীয় ও বেলা সাড়ে ৩টায় চতুর্থ শিফটের পরীক্ষা শুরু হয়। ৬৮ হাজার ১১০ আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪৪ হাজার ৮২৬ জন। অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ২৮৪ জন। পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৪ নভেম্বর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে বাংলা, ইংরেজি, গনিত/রসায়ন/পদার্থ বিজ্ঞান/জীববিজ্ঞানের (যেকোনো ৩টি) ওপর ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়। জিপিএর উপর আরও ২০ নম্বর হিসাব করে মোট ১২০ নম্বরের উপর ফল তৈরি করা হয়। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে দশমিক ২৫ নম্বর।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ‘এ’ ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
অধ্যাপক ড. মো. নাসিম হাসান নিউজবাংলাকে বলেন, ‘পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের সমস্যা হয়নি। ৪ নভেম্বর ফলাফল তৈরির কাজ ধরব। আশা করছি সেদিন রাত বা পরদিন সকালেই ফলাফল প্রকাশ করতে পারব।’