চট্টগ্রাম নগরীর হালিশহরে ট্রাস্ট ব্যাংকের একটি শাখা কার্যালয়ে ঢুকে ভল্ট ভেঙে লুটের চেষ্টা হয়েছে।
পুলিশ বলছে, ভল্ট ভাঙতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা ব্যাংকের কাগজপত্রে আগুন দিয়েছে।
হালিশহরের বড়পুল এলাকায় সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিউজবাংলাকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন) মো. আরিফ হোসেন।
তিনি বলেন, ‘সোমবার রাতে বড়পুলের ট্রাস্ট ব্যাংক কার্যালয়ের গ্রিল ফাঁকা করে ভেতরে প্রবেশ করে দুই দুর্বৃত্ত। তারা ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে ব্যাংকের জিনিসপত্র তছনছ করে এবং স্টোর রুমের প্রয়োজনীয় কিছু কাগজপত্রে আগুন লাগিয়ে দেয়।’
হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মো. আল মামুন জানান, সকালে ব্যাংকের কর্মকর্তারা অফিসে গিয়ে দেখেন ব্যাংকের বিভিন্ন আসবাব ও নথিপত্র এলোমেলো অবস্থায় আছে। স্টোর রুমে বেশকিছু কাগজপত্র আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি বলেন, ‘ভবনের দোতলায় ব্যাংকের কার্যালয়ে চোর ঢুকেছিল। ওই ভবনের দোতলা বরাবর ১২ ইঞ্চি দূরে আরেকটি ভবনের ছাদ আছে। সেই ছাদ থেকেই ব্যাংকের টয়লেটের জানালার গ্রিল ফাঁকা করে দুইজন সেখানে ঢোকে।
‘সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ২টার দিকে দুজন ব্যাংকে প্রবেশ করে। তারা বিভিন্ন টেবিলের ড্রয়ার খুলে কাগজপত্র উল্টেপাল্টে দেখে। টেবিলের ওপর থেকে নথিপত্র ফেলে দেয়। এরপর স্টোররুমে প্রবেশ করে নথিপত্রে আগুন ধরিয়ে দেয়।’
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘ব্যাংকের ভিডিও ফুটেজ সংগ্রহ করে প্রাথমিকভাবে দুইজনকে শনাক্ত করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি ব্যাংকের ভল্ট পরীক্ষা না করা পর্যন্ত ওই অফিসে পুলিশি নিরাপত্তা থাকবে।’