দেশের অন্যতম বৃহৎ আইসিটি ফর ডেভেলপমেন্ট ভিত্তিক প্রতিষ্ঠান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক- বিডিওএসএন তাদের প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কানিজ ফাতেমাকে নিয়োগ দিয়েছে। সোমবার তিনি বিডিওএসএনে যোগ দিয়েছেন।
কানিজ ফাতেমা বিডিওএসএনের চলমান বিভিন্ন প্রকল্প, আয়োজন এবং উন্নয়নসহ সব ধরনের কাজের তদারকি করবেন।
এক বিজ্ঞপ্তিতে বিডিওএসএন জানায়, বিভিন্ন খাতে কানিজ ফাতেমার কাজের প্রায় ১৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি উৎপাদন, উন্নয়ন, মিডিয়া ও টেলিকম খাতে কাজ করেছেন।
বিডিওএসএনে যোগ দেয়ার আগে তিনি দেশের শীর্ষ টেলিকম কোম্পানি রবি আজিয়াটার ইনোভেশন ও ডিজিটাল সার্ভিসের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেন।
এ ছাড়া গ্রামীণফোনের সঙ্গেও তিনি প্রায় ১১ বছর কাজ করেছেন।
কানিজ বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির- আইটি কর্পোরেটের (বিডব্লিউআইটি) নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট।
কানিজ ফাতেমা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছেন। তিনি সুইডেনের স্টকহোম স্কুল অফ ইকোনমিক্স থেকে ‘টেলেনর কোর লিডারশিপ ট্রেনিং’ নিয়ে ডিপ্লোমা করেছেন।