মানিকগঞ্জ সদরে সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাব।
সদর উপজেলার মিতরা-বরুন্ডী সড়কের মিতরা এলাকা থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করে র্যাবের হাতে দেয় স্থানীয় লোকজন।
সদরের হাটিপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জালাল উদ্দিনকে জখমের অভিযোগে আটক তিনজন হলেন সদরের বংখুরি এলাকার কাউসার দেওয়ান, তামিম বিশ্বাস ও ডালিম বিশ্বাস।
র্যাব-৪-এর মানিকগঞ্জ কোম্পানির লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মাদক মামলায় আদালতে হাজিরা দেয়ার জন্য জালাল তার ভাই গর্জন সাড়েং ও ভাতিজা ইব্রাহিম সাড়েংকে নিয়ে অটোরিকশায় যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে সলন্ডী ডায়না ইটভাটার কাছে পৌঁছালে কাউসার, তামিম ও ডালিমসহ ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে জালালের ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গিয়ে ইব্রাহিমও আহত হন।
স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা একটি গাড়িতে পালিয়ে যান। মিতরা এলাকার স্থানীয়রা রাস্তা অবরোধ করে তাদের গতিরোধ করে। এ সময় তিনজন বাদে বাকিরা পালিয়ে যায়। তাদের আটক করে র্যাবের কার্যালয়ে নেয়া হয়।
আরিফ হোসেন জানান, ওই গাড়ি থেকে দুটি বড় ও একটি ছোট ছুরি, তিনটি লোহার রড, চারটি হকিস্টিক ও সাড়ে ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গাড়িটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে সদর থানায় মামলা হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান নিউজবাংলাকে বলেন, ‘র্যাবের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর এ ঘটনায় জড়িত বাকিদেরও আইনের আওতায় আনা হবে।’
হামলায় আহত জালাল ও ইব্রাহিমকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক শহিদুল আলম রানা জানান, জালালের শারীরিক অবস্থা ভালো না। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। ইব্রাহিমের আঘাত গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।