রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে মালবাহী ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর। তার পরনে ছিল সাদা টি-শার্ট ও চেক লুঙ্গি।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাকলাইন জানান, সকাল সাড়ে সাতটার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে ৩ নম্বর লাইনে ঢাকাগামী মালবাহী ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ ঘটনাস্থলে প্রাণ হারান। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি জানান, ওই ব্যক্তির নাম-ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে।