রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিআরটিসি দোতলা বাসের চাপায় মো. রনি নামের এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১৩ বছরের রনি বাসের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বেলা ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী নার্গিস আক্তার জানান, মহাখালী রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বিআরটিসি দোতলা বাস চাপা দেয় রনিকে।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। এখন পরিবারের সঙ্গে মহাখালী আদর্শনগর সাততলা বস্তি এলাকায় থাকত রনি।
এক ভাই ও এক বোনের মধ্যে রনি ছোট। সে বাবার সঙ্গে দিনমজুরের কাজ করত।
বিলাপ করতে করতে নিহতের বাবা ওলিউল্লাহ বলেন, ‘গতকাল কোনো কাজ ছিল না। সকালে সামান্য ভাত খেয়ে পোলাডারে নিয়ে বেরিয়ে পড়ি ইটের খোয়া টোকাতে। তার আগেই আমার পোলাডারে বাস চাপা দিয়া মাইরা ফালাইছে।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। সেই সঙ্গে বিআরটিসির বাসটিকে জব্দ করা হয়েছে।