বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্ত্রোপচার ছাড়াই ৫ সন্তানের জন্ম

  •    
  • ২ নভেম্বর, ২০২১ ১৫:৫২

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘সোমবার রাতে ওই নারী হাসপাতালে ভর্তি হন। নার্স ও চিকিৎসকদের চেষ্টায় নরমালে ৫টি বাচ্চা প্রসব করানো হয়েছে। শিশুদের মা সুস্থ আছেন। কিন্তু বাচ্চাদের ওজন কম হওয়ায় তারা ঝুঁকিমুক্ত নয়।’

কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। মঙ্গলবার সকাল ১০টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

চিকিৎসকরা বলছেন, অস্ত্রপচার ছাড়া গর্ভধারণের পাঁচ মাসের মাথায় জন্ম হওয়ায় শিশুদের ওজন কম হয়েছে। এ জন্য তারা ঝুঁকিতে রয়েছে। নবজাতক শিশুদের মধ্যে চারটি মেয়ে ও একটি ছেলে। মা সুস্থ আছেন।

কুমারখালী উপজেলার পান্টি কলেজপাড়ার সোহেল রানা ২০১৬ সালের ৩০ জুলাই উপজেলার বহলবাড়িয়া গ্রামের সাদিয়া খাতুনকে বিয়ে করেন। ৫ বছরে তাদের কোনো সন্তান হয়নি। অনেক চিকিৎসা করিয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘সোমবার রাতে ওই নারী হাসপাতালে ভর্তি হন। নার্স ও চিকিৎসকদের চেষ্টায় নরমালে ৫টি বাচ্চা প্রসব করানো হয়েছে।

‘শিশুদের মা সুস্থ আছেন। কিন্তু বাচ্চাদের ওজন কম হওয়ায় তারা ঝুঁকিমুক্ত নয়।’

তিনি আরও বলেন, ‘আড়াই কেজি ওজনের বাচ্চা সারভাইব করতে পারে। কিন্তু নবজাতকদের ওজন হয়েছে ৪৩০ থেকে ৬৫০ গ্রামের মধ্যে। তাদেরকে স্ক্যানোর মধ্যে রাখা হয়েছে।

‘লাইট দিয়ে গরম রাখা হয়েছে। অক্সিজেন দেয়া হচ্ছে। ফ্লইট ম্যানেজমেন্টও করা হচ্ছে। এত কম ওজনের বাচ্চা সারভাইব করা আমাদের দেশে প্রায় অসম্ভব। তারপরও আমরা চেষ্টা করছি।’

শিশুদের বাবা সোহেল রানা বলেন, ‘আল্ট্রাসনোগ্রাফির রিপোর্টে দেখা গিয়েছিল ৪টি বাচ্চা। কিন্তু প্রসবের সময় আরও একটি বাচ্চা বেশি পাওয়া গেছে। শিশুদের ঢাকায় নিয়ে যেতে বলছেন চিকিৎসক। এখন আমরাও চেষ্টা করছি বাচ্চাদের ঢাকায় নিয়ে যাওয়ার জন্য।’

এ বিভাগের আরো খবর