জামালপুরে একটি গোরস্তানের তিনটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে।
সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নাকাটি গোরস্তানের কঙ্কালগুলো সোমবার রাতে চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কেন্দুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দুর রহমান কালু নিউজবাংলাকে জানান, কঙ্কাল চুরি হয়েছে নাকাটি গ্রামের নায়েব আলী, আবু ছামা ও বেলাল উদ্দিনের। প্রায় সাত থেকে আট মাস আগে তাদের মৃত্যু হয়েছে।
২০১৭ সালে রেললাইনের পাশে এই গোরস্তানটি করা হয়েছে। এখানে ২৫ থেকে ৩০টি কবর আছে।
কঙ্কাল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো অভিযোগ আসেনি। তাই আমি কিছু জানি না। যদি কেউ অভিযোগ দেয় তাহলে আইনি ব্যবস্থা নেব।’