পরিবারের সদস্যরা জানান, উঠানে খেলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায় বাবু। খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রেজাউল শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বড়ইতলী গ্রামে মঙ্গলবার সকাল ১০টার দিকে এই প্রাণহানির ঘটনা ঘটে।
২ বছরের মৃত শিশুর নাম বাবু। সে একই এলাকার বাসিন্দা শফি আলমের ছেলে।
শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার রেজাউল হাসান।
পরিবারের সদস্যরা জানান, উঠানে খেলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায় বাবু। খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রেজাউল শিশুটিকে মৃত ঘোষণা করেন।