ময়মনসিংহের ত্রিশালে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।
উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা দুলালবাড়ি এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার খরখরিয়া এলাকার ফিরোজ মিয়া ও জিহাদ আহমেদ। নিহত জিহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি বিসিএস পরীক্ষা দেয়ার জন্য ঢাকায় ভাইয়ের বাসায় গিয়েছিলেন। আর ফিরোজ মিয়া গাজীপুরের নয়নপুরে বেসরকারি চাকরি করতেন।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার পরিদর্শক তদন্ত সুমন চন্দ্র রায়।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালের দিকে দুই ভাই গাজীপুর থেকে মোটরসাইকেলে করে জামালপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। কাজীর শিমলা দুলালবাড়ি এলাকা পর্যন্ত পৌঁছালে মোটরসাইকেলটিকে পেছন থেকে ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়েছে।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।