১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জাতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার রাত ১২টায় তালিকাটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
ngi.teletalk.com.bd লিংকের মাধ্যমে মেধাতালিকা দেখতে পাবেন প্রার্থীরা। এ জন্য উল্লেখ করতে হবে রোল নম্বর, বিষয়, স্কুল বা কলেজ।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব মো. ওবায়দুর রহমান বলেন, চূড়ান্ত মেধাতালিকা টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা চাইলে ওয়েবসাইটে উল্লিখিত ওয়েবসাইটে (ngi.teletalk.com.bd) প্রবেশ করে তাদের পজিশন দেখতে পাবেন।
গত ১৭ অক্টোবর ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৮ হাজার ৫৫০ জন উত্তীর্ণ হন।
১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দেয়া হয় ২০১৯ সালের ২৩ মে। পরে প্রিলিমিনারি পরীক্ষা হয় ওই বছরের ৩০ আগস্ট, ফল প্রকাশ করা হয় ৩০ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা হয় ১৫ ও ১৬ নভেম্বর।