বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাসপাতালের শৌচাগারে নবজাতক

  •    
  • ২ নভেম্বর, ২০২১ ১২:৩২

চমেক হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক নিউজবাংলাকে বলেন, ‘ভোর ৫টার দিকে হাসপাতালের এক নার্স টয়লেট থেকে ওই শিশুকে উদ্ধার করেছে। পরে তাকে দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) ভর্তি করা হয়েছে।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের একটি শৌচাগার থেকে জীবিত অবস্থায় একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে।

হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারের (ওএসইসি) শৌচাগার থেকে মঙ্গলবার ভোর ৫টার দিকে নার্সরা ছেলে শিশুটিকে উদ্ধার করেন।

এ সময় অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো স্বজন পাওয়া যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক নিউজবাংলাকে বলেন, ‘ভোর ৫টার দিকে হাসপাতালের এক নার্স টয়লেট থেকে ওই শিশুকে উদ্ধার করেছে। পরে তাকে দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) ভর্তি করা হয়েছে।’

এ বিষয়ে আরও খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর