স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের ১৭টি নথি গায়েবের ঘটনায় রাজশাহী থেকে একজন ঠিকাদারকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভেড়ীপাড়ায় বাড়ি থেকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে নাসিমুল ইসলাম টোটোন নামের ওই ঠিকাদারকে হেফাজতে নিয়েছে সিআইডি।
সিআইডির রাজশাহীর বিশেষ পুলিশ সুপার আব্দুল জলিল নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
নাসিমুল ইসলাম টোটন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ঠিকাদারি করেন।
সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত টোটনের বাড়িতে অভিযান পরিচালনা করে সিআইডি। এ সময় তার বাড়িতে কাউকে ঢুকতে বা বের হতে দেয়া হয়নি। এরপর রাত সাড়ে ১০টার দিকে মাইক্রোবাসে টোটনকে ঢাকার জন্য নেয়া হয়।
ঠিকাদার টোটনের বাড়িতে কয়েক ঘণ্টা অভিযান চালায় সিআইডিআব্দুল জলিল বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭টি ফাইল গায়েবের ঘটনা তদন্ত করছে সিআইডি। ওই ঘটনার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করার জন্য টোটনকে ঢাকায় সিআইডির হেডকোয়ার্টারে নেয়া হয়েছে। তাকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি।’
এর আগে গত বৃহস্পতিবার শাহবাগ থানায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের ১৭টি নথি গায়েব সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নাদিয়া হায়দার।
এরপর রোববার সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় বিভাগের ছয় কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সিআইডি।
গায়েব হওয়া নথিগুলো ছিল মন্ত্রণালয় ও অধীনস্ত সংস্থার ক্রয়সংক্রান্ত তথ্য। তবে কী ধরনের ক্রয়ের তথ্য ছিল, সে প্রশ্নের উত্তর মেলেনি।
নথি উধাওয়ের ঘটনায় অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) শাহ্ আলমকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।