বিভিন্ন সেতু থেকে অতিরিক্ত টোল এবং চাঁদা আদায়ের অভিযোগ তুলে এসব বন্ধে সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ জানিয়েছে, আগামী ৯ ও ১০ নভেম্বর সিলেট জেলায় এই ধর্মঘট হবে।
দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে সোমবার বিকেলে প্রতিবাদ সভায় এই কর্মসূচির ঘোষণা করেন সংগঠনটির সিলেট জেলা শাখার সভাপতি আবু সরকার। এর সঙ্গে একাত্মতা জানিয়েছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও সিএনজি অটোরিকশা ইউনিয়ন নেতারা।
আবু সরকার বলেন, ‘সিলেটের লামাকাজি, শেরপুর, ফেঞ্চুগঞ্জ ও শেওলা সেতুতে দীর্ঘদিন ধরে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এ ছাড়া গোয়াইনঘাট উপজেলা ও ছাতক পৌরসভার নামে সব যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে শ্রমিকদের মারধর করা হচ্ছে।
‘এগুলো বন্ধে আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি। তারা কোনো উদ্যোগ নেয়নি। ফলে বাধ্য হয়ে আমরা ধর্মঘট আহ্বান করেছি।’