বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পল্লী বিদ্যুতে কাজের সময় বিস্ফোরণে দগ্ধ ৫

  •    
  • ১ নভেম্বর, ২০২১ ২১:২৮

লাইনম্যান আবু তাহের বলেন, ‘আমরা তিন হাজার ভোল্টের ক্যাবল লাইনের কাজ শেষ করে সবাই নিচে নেমে পড়ি। দুপুর আড়াইটার দিকে বিদ্যুতের তার জোড়া দিয়ে নিচে এসে লাইনের সুইচ দেয়া মাত্রই স্পার্কে বিস্ফোরণ হয়। এ ঘটনায় পাঁচজন দগ্ধ হন।’

গাজীপুরের কোনাবাড়ীতে পল্লী বিদ্যুতের কাজ করার সময় তিন হাজার ভোল্টেজ লাইনে স্পার্ক বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের ইতোমধ্যে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে।

দগ্ধরা হলেন মো. মামুন, মাহবুবুর রহমান, হযরত আলী, ফারুক আহমেদ ও নাজমুল হোসেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুর পল্লী বিদ্যুতের লাইনম্যান আবু তাহের বলেন, ‘আমরা তিন হাজার ভোল্টের ক্যাবল লাইনের কাজ শেষ করে সবাই নিচে নেমে পড়ি। দুপুর আড়াইটার দিকে বিদ্যুতের তার জোড়া দিয়ে নিচে এসে লাইনের সুইচ দেয়া মাত্রই স্পার্কে বিস্ফোরণ হয়। এ ঘটনায় পাঁচজন দগ্ধ হন।’

দগ্ধ শ্রমিকদের একজন হযরত আলী বলেন, ‘আমার কর্মজীবনে বহু বিপদের সম্মুখীন হয়েছি। আমাদের সাথের অনেকে মারা গেছেন। আজকে স্পার্ক বিস্ফোরণের সময় আল্লাহপাক আমাদের রক্ষা করেছে।’

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক এসএম আইয়ুব হোসেন বলেন, ‘দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি চারজনের অবস্থা শঙ্কামুক্ত।’

এ বিভাগের আরো খবর