রংপুরের হারাগাছে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এর প্রতিবাদে থানা ঘেরাও করেছেন স্থানীয় লোকজন।
হারাগাছের বাছিবানিয়া এলাকায় সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
৫৫ বছরের মৃত ব্যক্তির নাম তাজুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, হারাগাছের বছি বানিয়া এলাকা থেকে সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাজুল ইসলামকে গাঁজাসহ আটকের দাবি করে পুলিশ। এ সময় তিনি ভয়ে জ্ঞান হারান। পুলিশ তখন তাকে মারধর করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাজুলের।
এর প্রতিবাদে প্রথমে রংপুর-হারাগাছ সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে তারা হারাগাছ থানা ঘেরাও করে। পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীরা রাত ৯টা পর্যন্ত রংপুর-হারাগাছ সড়কের হক বাজার এলাকায় অবস্থা নিয়ে রেখেছে।