বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফেসবুকে ধর্ম অবমাননার পোস্ট দেয়ায় ৩ জনের কারাদণ্ড

  •    
  • ১ নভেম্বর, ২০২১ ১৯:৫৫

পুলিশি তদন্তে জানা যায় আসামি আমিনুল এহসান আতাইকুলার স্থানীয় বাজারে নিজের ফটোকপির দোকান থেকে মহানবীকে অবমাননা করা ছবিটি বিক্রি করেন অপর আসামি খোকনের কাছে। পরে খোকন একই বাজারের আরেক দোকানদার ও মামলার আরেক আসামি জহিরুলের কম্পিউটারের দোকান থেকে রাজীবের ফেসবুক আইডি ব্যবহার করে ওই ছবি আপলোড করেন।

পাবনার আতাইকুলায় এক যুবকের আইডি ব্যবহার করে ফেসবুকে ধর্ম অবমাননার পোস্ট দেয়ায় তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান সোমবার দুপুরে এ রায় দেন।

আসামিরা হলেন পাবনার সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামের আমিনুল ইসলাম, আতাইকুলা উপজেলার বনগ্রামের জহিরুল ইসলাম এবং বনগ্রাম পূর্বপাড়া গ্রামের মো. খোকন। এর মধ্যে খোকন পলাতক।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা।

তিনি জানান, ২০১৩ সালের ২ নভেম্বর পাবনার আতাইকুলা উপজেলায় রাজীব নামের এক হিন্দু ধর্মাবলম্বী যুবকের ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননাকর ছবি পোস্ট দেয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রাজীবের বাড়িতে ও স্থানীয় বাজারে হামলা, ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয়।

এ বিষয়ে আতাইকুলা থানায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ৪ নভেম্বর ১০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

পুলিশি তদন্তে জানা যায় আসামি আমিনুল এহসান আতাইকুলার স্থানীয় বাজারে নিজের ফটোকপির দোকান থেকে ওই ছবিটি বিক্রি করেন অপর আসামি খোকনের কাছে। পরে খোকন একই বাজারের আরেক দোকানদার আসামি জহিরুলের কম্পিউটারের দোকান থেকে রাজীবের ফেসবুক আইডি ব্যবহার করে ওই ছবি আপলোড করেন।

এরপর পুলিশ বিভিন্ন সময় মামালায় আটজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে আমিনুল ও জহিরুল দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

আদালত ১৫ জনের সাক্ষ্য নেয়া শেষে সোমবার এ রায় ঘোষণা করে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনকে খালাস দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর