বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বতন্ত্র প্রার্থীকে পিটিয়ে মনোনয়নপত্র ‘ছিনতাই’

  •    
  • ১ নভেম্বর, ২০২১ ১৯:৪৩

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বদর মোল্লা বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন অফিসে যাচ্ছিলাম। হুলিহট্টমোড়ে ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রের মুখে আমার মনোনয়নপত্র কেড়ে নেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় আমাদের। ভাঙচুর করা হয় একটি গাড়ি ও তিনটি মোটরসাইকেল।’

যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউনয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার পথে হামলার শিকার হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বদর মোল্লাসহ ৮ জন। তারা সবাই হাসপাতালে ভর্তি আছেন।

আহতদের মধ্যে আছেন বদর মোল্লার ভাই মন্নু মোল্লা, ছেলে আসিফ ইকবাল, ভাগনে ইশতিয়াক হোসেন ও মাহবুবুর রহমান।

হুলিহট্টমোড়ে সোমবার বেলা ১১টার দিকে এই হামলা হয় বলে দাবি করেছেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বদর মোল্লা। এ সময় তাদের একটি মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বদর মোল্লা বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন অফিসে যাচ্ছিলাম। হুলিহট্টমোড়ে ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রের মুখে আমার মনোনয়নপত্র কেড়ে নেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় আমাদের। ভাঙচুর করা হয় একটি গাড়ি ও তিনটি মোটরসাইকেল।’

তিনি আরও বলেন, ‘আমাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তারা আমাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসীম উদ্দীন বলেন, ‘আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে বড় ধরনের ক্ষত হয়েছে।’

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, ‘জহুরপুর ইউনিয়নে মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। হামলাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর