বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য শেরীফা কাদের

  •    
  • ১ নভেম্বর, ২০২১ ১৮:৪৬

শপথ গ্রহণ শেষে শেরীফা কাদের রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া আসনে শেরীফা কাদের নির্বাচিত হয়েছেন।

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন শেরীফা কাদের।

তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সোমবার বিকেলে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, আহসান আদেলুর রহমান ও নাজমা আক্তার উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে শেরীফা কাদের রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া আসনে শেরীফা কাদের নির্বাচিত হয়েছেন।

এ বিভাগের আরো খবর