বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হিন্দুদের ওপর হামলায় আ.লীগ, গ্রেপ্তার হচ্ছে বিএনপির কর্মীরা: রিজভী

  •    
  • ১ নভেম্বর, ২০২১ ১৮:২৬

‘বিভিন্ন জেলায় ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা হাতেনাতে ধরা পড়েছে। রংপুরে ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা বলছেন হামলা করেছে আওয়ামী লীগের লোকেরা। কিন্তু পুলিশ তাদের আটক না করে বিএনপি, যুবদল, ছাত্রদল নেতা-কর্মীদের গণহারে আটক করছে।’

দুর্গাপূজার সময় বিভিন্ন মণ্ডপ ও হিন্দুপল্লিতে দেশের বিভিন্ন এলাকায় হামলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, এসব ঘটনায় গ্রেপ্তার করা হচ্ছে তাদের দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

বিএনপি নেতা বলেন, ‘সারা দেশে যে সাম্প্রদায়িক হামলা হয়েছে তা অত্যন্ত পরিকল্পিত। সরকারের নানা ব্যর্থতা ঢাকতে তারা নিজেরাই হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে।

‘বিভিন্ন জেলায় ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা হাতেনাতে ধরা পড়েছে। রংপুরে ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ বলছেন হামলা করেছে আওয়ামী লীগের লোকেরা। তবে পুলিশ তাদের আটক না করে বিএনপি, যুবদল, ছাত্রদল নেতা-কর্মীদের গণহারে আটক করছে।’

কুমিল্লার একটি মণ্ডপে গত ১৩ অক্টোবর কোরআন পাওয়ার ঘটনায় সেই মণ্ডপে ভাঙচুর চালানো হয়। এরপর নোয়াখালী, চাঁদপুর, গাজীপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় মণ্ডপ ও মন্দিরে হামলা হয়। রংপুরে একটি হিন্দুপল্লিতে আগুনও দেয়া হয়।

পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে প্রকাশ পায় যে, ইকবাল হোসেন নামে একজন একটি মাজারের মসজিদ থেকে কোরআন এনে মণ্ডপে রাখেন। এরই মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রিজভী জানান, মন্দির ও মণ্ডপে আক্রমণের ঘটনায় নোয়াখালী যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মঞ্জুল আজিম সুমন, জেলার সুবর্ণচর উপজেলার আহ্বায়ক বেলাল হোসেন সুমন, জেলার সহসাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন রায়হান, হাতিয়া যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির হোসেন আমিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রিজভী বলেন, ‘তাদের রিমান্ডে নিয়ে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। রিমান্ডে নিয়ে অত্যাচার নির্যাতন সংবিধানের ও মৌলিক অধিকারের লঙ্ঘন, আদালতের রায়ের চূড়ান্ত লঙ্ঘন।

‘সরকারের মানবিক গুণাবলি নেই বলেই বিরোধী রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রের টর্চারিং মেশিনে নিক্ষিপ্ত হচ্ছে।’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মীর শরাফত আলী সপু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও কামরুজ্জামান দুলাল হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর