ঢাকার সাভারে চোরাকারবারিদের কাছ থেকে উদ্ধার করা ১৯০টি পাখি অবমুক্ত করা হয়েছে।
জাতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন) সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাখিগুলো অবমুক্ত করা হয়।
এ সময় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এস এম জহির উদ্দিস ও জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক জাহিদুর রহমান মিঞা উপস্থিত ছিলেন।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক নিউজবাংলাকে বলেন, ‘চোরাকারবারিরা রোববার ফেনী থেকে গাড়িতে করে পাখির চালান নিয়ে আসছে এমন সংবাদ আমরা পাই। পাঁচ সদস্যের একটি দল নিয়ে রাত সাড়ে ১০টার দিকে সাভারের বাইপাস সড়কে অবস্থান করতে থাকি। তারা বিষয়টি টের পেয়ে গতিপথ পরিবর্তন করেন।
‘এরপর সাভারের আশুলিয়ার ইটখোলা এলাকা দিয়ে এসে একটি ভাড়া বাসায় ওঠে। আমরাও খবর পেয়ে রাতভর অভিযানের পর দরজা কেটে বাসায় ঢুকি। তবে তার আগেই চোরাকারবারিরা টিন ছিদ্র করে পালিয়ে যায়।’
অসীম মল্লিক আরও জানান, চোরাকারবারিরা অনেকগুলো টিয়া মেরে ফেলে ও কিছু জানালা দিয়ে ছেড়ে দেয়। খাঁচাবন্দি ৬০টি জীবিত ও ২৫টি মৃত টিয়া, ১০৫টি মুনিয়া ও ২৫টি ঘুঘু উদ্ধার করা হয়েছে। পরে সোমবার সকালে জাতীয় উদ্ভিদ উদ্যানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করা হয়।