চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এবার মামলা করেছেন সাবেক মেয়র আ জ ম নাছিরের এক অনুসারী।
নগরীর চকবাজার থানায় রোববার মধ্যরাতে মামলাটি করেন শিক্ষার্থী মাহমুদুল হাসান।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান নিউবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শুক্রবার রাতে হোস্টেলে সংঘর্ষের ঘটনায় মাহমুদুল হাসান নামের একজন বাদী হয়ে একটি মামলা করেছেন। সেই মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে।’
এর আগে চমেকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের মধ্যে শুক্রবার রাত ও শনিবার সকালে দুই দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে শনিবার অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়। ওইদিন সন্ধ্যা ৫টার মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দেয়া হয়।
সংঘর্ষে শনিবার সকালে আহত হন মাহাদী আকিব, মাহফুজুল হক ও নাইমুল ইসলাম। তাদের মধ্যে আকিব নওফেলের অনুসারী ও বাকি দুজন নাছির উদ্দীনের।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ছাদেকুর রহমান নিউজবাংলাকে জানান, এ ঘটনায় পাঁচলাইশ থানায় ১৬ জনের নামে ও ৬ থেকে ৭ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে শনিবার রাতে মামলা করেছেন নওফেলের অনুসারী ছাত্রলীগ নেতা তৌফিকুর রহমান।
এর মধ্যে এনামুল হাসান সীমান্ত ও রক্তিম দে নামের এজাহারভুক্ত দুজন আসামিকে হাসপাতালের গেট থেকে গ্রেপ্তার করে পুলিশ।