গাজীপুরের মেম্বারবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২০ বছর বয়সী কণার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার তালতলী গ্রামে। এ ঘটনায় নিহত আরেকজনের পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ময়মনসিংহ থেকে সৌখিন এক্সপ্রেস বাসটি ঢাকার দিকে আসছিল।পথে মেম্বারবাড়ি এলাকায় পৌঁছে বাসটি সামনে থাকা আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় আহত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।