বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৩

  •    
  • ১ নভেম্বর, ২০২১ ১১:২২

কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান, বসুরহাট থেকে কবিরহাট উপজেলায় যাওয়ার পথে বাইপাস সড়কে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী নয়ন ও চন্দনা মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রোববার রাত ১০টার দিকে শিমুল কুমারের মৃত্যু হয়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বসুরহাট পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সংযুক্ত বাইপাস সড়কে রোববার দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিমুল কুমার সূত্রধর, নয়ন সূত্রধর ও চন্দনা রাণী সূত্রধর।

গ্রেপ্তার কাভার্ড ভ্যান চালক মাসুম ভূঁইয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বসুরহাট থেকে কবিরহাট উপজেলায় যাওয়ার পথে বাইপাস সড়কে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী নয়ন ও চন্দনা মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রোববার রাত ১০টার দিকে শিমুল কুমারের মৃত্যু হয়।

অটোরিকশার আরও দুই যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। অভিযুক্ত চালকের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

এ বিভাগের আরো খবর