বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়ির সামনে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

  •    
  • ৩১ অক্টোবর, ২০২১ ২৩:৫৬

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে মাইক্রোবাসে এসে দুর্বৃত্তরা নাজমুলকে বাসার সামনে ছুরিকাঘাতে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিজবাড়ির সামনে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজার এলাকায় রোববার দুপুর ২টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহত নাজমুল হাসান চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে মাইক্রোবাসে এসে দুর্বৃত্তরা নাজমুলকে বাসার সামনে ছুরিকাঘাতে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজমুল হত্যার ঘটনায় চৈত্রঘাট বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ জনতা এরই মধ্যে নাজমুলের প্রতিপক্ষ একই এলাকার জুয়েল আহমদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, নাজমুলের মরদেহ এখন হাসপাতাল থেকে আনা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর