নারায়ণগঞ্জে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে ফোনে কথা কাটাকাটির পর বিষপান করে আত্মহত্যার তথ্য মিলেছে। নিহতের নাম খোদেজা আক্তার।
২৩ বছর বয়সী এই নারী আড়াইহাজার ইসকান্দি এলাকায় থাকতেন।
অচেতন অবস্থায় খোদেজাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রোববার দুপুর দেড়টার দিকে তিনি বিষপান করেন বলে জানিয়েছেন স্বজনরা।
নিহতের দুলাভাই ফারুক হোসেন জানান, খোদেজার স্বামী মুনসুর আলী তিন বছর ধরে কাতার থাকেন। তার সঙ্গে মোবাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগান্বিত হয়ে ঘরে থাকা কীটনাশক পান করেন খোদেজা।
তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে আনা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
ফারুক জানান, খোদেজার একটি সন্তান রয়েছে।
নিহতের বড় বোন সায়রা বেগম বলেন, ‘আমার মা অসুস্থ। সকালে বাবা শ্বশুরবাড়ি থেকে আমার বোনকে নিয়ে আসে। ঘণ্টাখানেক পর স্বামীর সঙ্গে ফোনে কথা বলার পরেই ঘরে থাকা কীটনাশক পান করে সে।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।