এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, সকালে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে দুইজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে সাদ্দাম ও নুরুল আমিন নামের দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কবির আহমদ নামের একজন।
রোববার দুপুর ১টার দিকে বালুখালি ক্যাম্পে এ ঘটনা ঘটে।
হতাহতরা সবাই এনজিও ওয়ার্ল্ড ভিশনের কর্মচারী ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।
তিনি জানান, সকালে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুইজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।
তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।