বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আদালত চত্বর থেকে আসামি গ্রেপ্তারের অভিযোগ

  •    
  • ৩১ অক্টোবর, ২০২১ ২২:০০

আইনজীবী সমিতির সভাপতি ওবাইদুর রহমান কালু খান বলেন, ‘আদালত চত্বরে আইনশৃঙ্খলা প্রয়োগকারী কোনো সংস্থার সদস্য গুরুতর অপরাধীকেও গ্রেপ্তার করতে পারে না। নান্নুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করি।’

মাদারীপুরের কালকিনিতে জামিন নিতে এসে আদালত চত্বর থেকে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার ও জেলা আইনজীবী সমিতি।

তবে পুলিশ বলছে, আদালত চত্বর থেকে নয়, রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়েছে আলীনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সদস্য প্রার্থী নান্নু মোল্লাকে।

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে রোববার বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এতে নান্নুর স্ত্রী শাহিনুর বেগম বলেন, ‘আগামী ১১ নভেম্বরের নির্বাচনে আমার স্বামীর প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আমির হোসেন ক্ষিপ্ত হয়ে স্থানীয় খগেন্দ্র মন্ডলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা সাজিয়ে মামলা করেছে। মামলায় আমার স্বামীসহ ২৪ জনকে আসামি করা হয়েছে।

‘আজকে সব আসামি জামিন আবেদনের শুনানির জন্য আদালত চত্বরে অপেক্ষা করছিল। এ সময় দুপুর ১২টার দিকে সাদা পোশাকের লোক আমার স্বামীকে টেনেহিঁচড়ে চত্বরের বাইরে নিয়ে যায়।’

আইনজীবী সমিতির সভাপতি ওবাইদুর রহমান কালু খান বলেন, ‘আদালত চত্বরে আইনশৃঙ্খলা প্রয়োগকারী কোনো সংস্থার সদস্য গুরুতর অপরাধীকেও গ্রেপ্তার করতে পারে না। নান্নুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করি।’

পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) চাইলাউ মারমা আদালত চত্বর থেকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আদালত চত্বর থেকে নয়, নান্নুকে রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

একই কথা বলেন ডিবির উপপরিদর্শক (এসআই) শরীফ আব্দুর রশিদ।

আসামিপক্ষের আইনজীবী বাবুল আক্তার নিউজবাংলাকে জানান, বিষয়টি মুখ্য বিচারিক হাকিম আদালতের কাছে আবেদন আকারে জানানো হয়েছে। এখনও বিচারক আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি।

এ বিভাগের আরো খবর