বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩১ অক্টোবর, ২০২১ ১৩:৫০

২০২০ সা‌লের ১২ আগস্ট রফিকের স্ত্রী ম‌রিয়ম বেগম নি‌খোঁজ হন। ১৫ আগস্ট উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের দিপক দাসের পানবরজের গর্ত থেকে তার মৃত‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ। পুলিশ জানায়, মাথায় আঘাত ক‌রে হত্যার পর মরদেহ পোড়ানো হয়। এরপর সেখানে পুঁতে ফে‌লা হয়।

খুলনার রূপসায় স্ত্রীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে গুম করায় আসামি রফিক শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে সাত বছ‌রের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জ‌রিমানা, অনাদায়ে আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খুলনার জেলা ও দায়রা জজ আদালতের ‌জ্যেষ্ঠ বিচারক ম‌শিউর রহমান চৌধুরী রোববার বেলা ১১টার দিকে এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামি রফিক শেখের বাড়ি উপজেলার নেহাল গ্রামে।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী শেখ এনামুল হক।

২০২০ সা‌লের ১২ আগস্ট রফিকের স্ত্রী ম‌রিয়ম বেগম নি‌খোঁজ হন। ১৫ আগস্ট উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের দিপক দাসের পানবরজের গর্ত থেকে তার মৃত‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ।

পুলিশ জানায়, মাথায় আঘাত ক‌রে হত্যার পর মরদেহ পোড়ানো হয়। এরপর সেখানে পুঁতে ফে‌লা হয়।

এ ঘটনায় পরদিন ম‌রিয়মের মা জা‌লিমা বেগম রূপসা থানায় মামলা ক‌রেন। তদন্তের পর গ্রেপ্তার করা হয় মরিয়মের স্বামী রফিককে। আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দিও দেন।

মামলার তদন্ত কর্মকর্তা রূপসা থানার উপপরিদর্শক (এসআই) শাহাবু‌দ্দিন গাজী গত ৩১‌ ডি‌সেম্বর র‌ফিককে অভিযুক্ত ক‌রে আদালতে অভিযোগপত্র জমা দেন।

আইনজীবী শেখ এনামুল জানান, মামলায় ১৫ সাক্ষীর ম‌ধ্যে ১৩ জ‌নের সাক্ষ‌্য নেয়ার পর আসামি দোষী সাব‌্যস্ত হন। বিচার শুরুর ৯ কার্যদিব‌সের ম‌ধ্যেই এ হত‌্যা মামলার রায় ঘোষণা করে আদালত।

এ বিভাগের আরো খবর