লক্ষ্মীপুর পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেতে মিথ্যা তথ্য বোর্ডে উপস্থাপন করেছেন বলে অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার বিরুদ্ধে।
বর্তমান মেয়র আবু তাহের এই অভিযোগ তুলে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন।
আবু তাহের জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আর মোজাম্মেল হায়দার জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক।
লিখিত অভিযোগে মেয়র জানান, মনোনয়ন বোর্ডে জমা দেয়া সিভির সঙ্গে মোজাম্মেল দুটি মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন৷ এর একটি হলো ১৯৮৯ সালে মোজাম্মেল লক্ষ্মীপুর শহর ছাত্রলীগের সভাপতি ছিলেন। সত্য হলো, ১৯৮৯ সালে শহর ছাত্রলীগের সভাপতি ছিলেন মাহবুবুল আলম বাবু ও সাধারণ সম্পাদক ছিলেন মহিউদ্দিন বকুল।
মেয়র জানান, আরেকটি মিথ্যা তথ্য মোজাম্মেল দিয়েছেন। সেটি হলো, ২০০৪ সালে তিনি রাজনৈতিক মামলায় দীর্ঘদিন কারাবরণ করেছেন। আসলে পারিবারিক মামলায় তিনি জেল খেটেছেন। সেই মামলার বাদী তার আপন বোন।
মিথ্যা তথ্য দিয়ে মনোনয়ন বোর্ডকে বিভ্রান্ত করায় গঠনতন্ত্র অনুযায়ী মোজাম্মেলের মনোনয়নপত্র বাতিল করে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আবেদনও করা হয় চিঠিতে।
এ বিষয়ে পৌর মেয়র বলেন, ‘মোজাম্মেল মিথ্যা তথ্য দিয়ে মনোনয়ন পেয়েছেন। তাই বিষয়টি নিয়ে আমি সভাপতি বরাবর অভিযোগ দিয়েছি। একজন যোগ্য লোক যাতে মনোনয়ন পায় তার জন্য অভিযোগ দিয়েছি। খোঁজখবর নিলে তার বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ পাওয়া যাবে।’
এ বিষয়ে মোজাম্মেল সাংবাদিকদের জানান, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একটি চক্র পরিকল্পিতভাবে বেনামে অভিযোগ করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সব জেনেশুনেই আমাকে মনোনয়ন দিয়েছেন।’
লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচন হবে আগামী ২৮ নভেম্বর। ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।