কক্সবাজারের কুতুবদিয়ায় একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের ৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আহতদের পরিচয় এখনও জানা যায়নি।
দক্ষিণ ধুরুং ইউনিয়নের অলিপাড়া ঘাটে শনিবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এসব নিশ্চিত করেছেন দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ।
তিনি জানান, গত ২২ অক্টোবর ১১ জেলে ট্রলারটি নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। শনিবার বিকেলে মাছ নিয়ে তারা অলিপাড়া ঘাটে ভেড়েন। রাতে ট্রলারে রান্না চলছিল। এ সময় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রেজাউল হাছান বলেন, ‘রাতে দগ্ধ ১০ জনকে হাসপাতালে আনা হয়। ৮ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’