মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরির সঙ্গে ডুবে যাওয়া শেষ ট্রাকটি উদ্ধারের পর অভিযান সমাপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শনিবার চতুর্থ দিনের অভিযানে আমানত শাহ ফেরির সঙ্গে ডুবে যাওয়া শেষ ট্রাকটি রাত ৮টার দিকে উদ্ধার করা হয়। চার দিনের অভিযানে নদী থেকে উদ্ধার করা হয়েছে ১৪টি ট্রাক ও কাভার্ড ভ্যান এবং চারটি মোটরসাইকেল। তবে ফেরিটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ফজলুর রহমান বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার আমানত শাহ ফেরিডুবির দিনই উদ্ধার অভিযান শুরু করা হয়। শেষ হয় শনিবার রাত সাড়ে ৮টার দিকে। এর মধ্যে বুধবার উদ্ধার করা হয় চারটি ট্রাক ও কাভার্ড ভ্যান। এ ছাড়া বৃহস্পতিবার পাঁচটি, শুক্রবার তিনটি ও শনিবার দুটি ট্রাক ও কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।
বিআইডব্লিউটিএর এ কর্মকর্তা আরও জানান, এরপরও যদি কারও কোনো যানবাহনের বিষয়ে অভিযোগ থাকে, সেটিও গুরুত্বসহ দেখা হবে। এ ছাড়া আমানত শাহ ফেরির আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চালাবে ডুবুরি দল। যদি কোনো কিছুর সন্ধান পাওয়া যায়, তাহলে ফের উদ্ধার অভিযান চালানো হবে।
গত বুধবার সকাল পৌনে ১০টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ১৭টি পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, মোটরসাইকেল ও যাত্রী নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে আমানত শাহ নামে রো রো ফেরিটি নোঙর করছিল। ফেরি থেকে তিনটি যান নামার পরপরই এটি কাত হয়ে ডুবে যায়।