বরগুনায় ভিডিও দেখিয়ে শিশুদের যৌন হয়রানির অভিযোগে একজন কৃষককে আটক করেছে পুলিশ।
সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রাম থেকে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নূর মোহাম্মদকে আটক করা হয়।
পুলিশ জানায়, ৫৫ বছর বয়সী নূর মোহাম্মদ লতাবাড়িয়া গ্রামের মাদ্রাসাপড়ুয়া চার শিশুকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করতেন। গত বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় যাওয়ার সময় ওই শিশুদের ডেকে নিয়ে তিনি ভিডিও দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন।
শিশুরা দৌড়ে তাদের বাড়িতে গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায়। এরপর শনিবার দুপুরে শিশুদের স্বজনরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করে।
সদর সার্কেলের পুলিশ সুপার (এসপি) মেহেদী হাসান নিউজবাংলাকে বলেন, ‘অভিযোগ পেয়ে নূর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’