বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির ঠাঁই হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদীর খিদিরপুর কলেজ প্রাঙ্গণে খিদিরপুর কলেজের প্রতিষ্ঠাতা এ এম আনোয়ার হোসেনের ২৭তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘একটি কুচক্রী মহল সব সময় চেষ্টায় রয়েছে উন্নয়নের ধারা ব্যাহত করার। তারা সাম্প্রদায়িক অপশক্তির মাধ্যমে সম্প্রীতির বন্ধন ক্ষুণ্ন করার পাঁয়তারা করে যাচ্ছে। কোনো অপশক্তিই আমাদের সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক সরকার। বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির ঠাঁই হবে না।’
মন্ত্রী আরও বলেন, ‘আনোয়ার হোসেন আমার ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি শিক্ষাবান্ধব ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি খিদিরপুর কলেজের প্রতিষ্ঠাতা ও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আমি এই দুটি প্রতিষ্ঠানের উন্নয়নে প্রত্যক্ষভাবে জড়িত। এগুলোর অসমাপ্ত কাজ ধারাবাহিকভাবে করে যেতে চাই।’
খিদিরপুর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফারুকুজ্জামান আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ইশরাত জাহান তামান্না, মনোহরদী থানার ওসি আনিচুর রহমান, খিদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিন, মেঘনাথ দাসসহ অনেকে।