বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রাম মেডিক্যালে সংঘর্ষ: থানায় অভিযোগ এক পক্ষের

  •    
  • ৩০ অক্টোবর, ২০২১ ১৯:৪০

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির জানান, ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় একটি পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। সেটি নেয়া হয়েছে। তদন্ত করা হচ্ছে। পরে মামলা হিসেবে নেয়া হবে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে এক পক্ষ।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে পাঁচলাইশ থানায় অভিযোগটি দেয়া হয়। এই পক্ষটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় একটি পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। সেটি নেয়া হয়েছে। তদন্ত করা হচ্ছে। পরে মামলা হিসেবে নেয়া হবে।

ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাত সাড়ে ১১টা এবং শনিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রলীগের দুপক্ষ সংঘর্ষে জড়ায়।

ওই ঘটনার পর দুপুরে অ্যাকাডেমিক কমিটির জরুরি বৈঠকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেয়া হয়।

দুই দফা ওই সংঘর্ষে আহত হয়েছেন তিনজন। তারা হলেন মাহফুজুল হক, নাইমুল ইসলাম ও আকিব হোসেন।

তাদের মধ্যে আকিব শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। আর মাহফুজ ও নাইমুল ইসলাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

ওই ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কলেজ কর্তৃপক্ষ। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ ছাড়া ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনির্দিষ্টকালের জন্য পুলিশ প্রশাসনকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর