দিনাজপুরের খানসামার পূর্ব হাসিমপুর গ্রাম থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।
গ্রামের একটি করলা ক্ষেত থেকে শনিবার সকাল ১০টার দিকে গৃহবধূ অলোকা রায়ের মরদেহ উদ্ধার করা হয়।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালে মরদেহটি ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গোয়ালদিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনুল হক শাহ নিউজবাংলাকে বলেন, ‘সকালে এক ব্যক্তি আমাকে ফোন দিয়ে জানায়, খলিফাপাড়ায় শামুর করলা ক্ষেতে এক নারীর মরদেহ দেখা গেছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এলাকায় খোঁজ নিয়ে জানতে পেরেছি ওই গৃহবধূর স্বামী তাকে বিভিন্ন কারণে নির্যাতন করত। তার স্বামী মাদকসেবী বলেও আমি শুনেছি।’
ওসি জানান, স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে পরিবারের এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ অনিল চন্দ্র রায়কে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ময়নাতদন্ত রিপোর্ট এলে গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।