কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র হাতে নিয়ে ছবি তোলা এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
মো. জুবায়ের নামের ওই যুবকের অস্ত্র হাতে নিয়ে তোলা ছবি ভাইরাল হয় ফেসবুকে। এরপর তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। শুক্রবার রাতে তাকে লেদা ২৪ নম্বর ক্যাম্পের ব্লক-বি/১ থেকে গ্রেপ্তার করা হয়।
জুবায়ের ডাকাতদলের সক্রিয় সদস্য বলে জানায় এপিবিএন।
১৬ এপিবিএনের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জুবায়েরের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সোর্স হিসেবেও তিনি কাজ করতেন।
তার নামে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এপিবিএন অধিনায়ক।