রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁওয়ে অভিযান চালিয়ে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ নারীকে উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘একাধিক চক্র তাদের পাচারের চেষ্টা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে দিনভর অভিযান চালিয়ে ওই ২৩ নারীকে উদ্ধার করা হয়েছে।’
পরে তিনি জানান, নারীদের পাচারের সঙ্গে জড়িত দুটি চক্রের সন্ধান পাওয়া গেছে। অভিযান চালিয়ে দুই গ্রুপের দুজনকে আটকও করা হয়েছে।
আটককৃতরা জানিয়েছেন, উদ্ধার হওয়া নারীদের তারা চাকরির প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করতে যাচ্ছিলেন।
পাচারকারী চক্র দুটির বাকি সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন, আ ন ম ইমরান খান।