সিরাজগঞ্জে জাতীয় জুট মিল পুনরায় চালু এবং বকেয়া বেতনের দাবিতে সভা ও মানববন্ধন করেছেন শ্রমিক ও কর্মচারীরা।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌর মুক্তিমঞ্চের সামনে সভা ও মানববন্ধন হয়।জাতীয় মুক্তি কাউন্সিলের আহ্বায়ক মো. বরকতুল্লাহ বলেন, চলতি বছরের ২ জুলাই হঠাৎ বন্ধ করে দেয়া হয়েছে জাতীয় জুট মিলসহ দেশের ২৫টি জুট মিল। কারখানা বন্ধ করার পর শ্রমিকদের বকেয়া এখনও পরিশোধ করা হয়নি।
সিরাজগঞ্জ শহরের রায়পুরে জাতীয় জুট মিলের শ্রমিক-কর্মচারীরা অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেন তিনি।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় জুট মিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলাম, শ্রমিক সরদার মনিরুজ্জামান মনি ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার বাবু।
কৃষক ও শ্রমিকদের স্বার্থে জাতীয় জুট মিলসহ সব জুট মিল বন্ধের সিদ্ধান্ত অবিলেম্বে প্রত্যাহার, রাষ্ট্রীয় মালিকানায় রেখে লাভজনকভাবে মিল পরিচালনার সব ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিক-কর্মচারীদের কয়েক বছরের মজুরি ও বোনাসের বকেয়া পরিশোধ করার দাবি জানান বক্তারা।