বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পানির বদলে বালু উঠছে হৃদরোগ হাসপাতালের নলকূপে

  •    
  • ২৯ অক্টোবর, ২০২১ ২০:০৩

অধ্যাপক মীর জামাল উদ্দিন বলেন, ‘পাম্প চালু করলেও পানি উঠছে না। এ কারণে গণপূর্তের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আলাদা একটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলছে।’

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের গভীর নলকূপে হঠাৎ পানির বদলে বালু উঠছে। পানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুইদিন পর সাময়িকভাবে পানির সমস্যা সমাধান হয়েছে। তবে এই সংকট স্থায়ীভাবে সমাধানে আরও এক সপ্তাহের মতো সময় লাগতে পারে।

রোগী ও চিকিৎসকরা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর থেকে এই ভোগান্তির শুরু। পানি না থাকার বিষয়টি রোগীর স্বজনেরা জানান হাসপাতালের ওয়ার্ড মাস্টারদের। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে হাসপাতালের কর্মচারীরা গিয়ে দেখেন পাম্পের গভীর নলকূপে পানির বদলে বালু উঠছে।

ইতোমধ্যে পাম্পটি পরিদর্শন করেছেন গণপূর্তের প্রকৌশলীরা।

তারা জানিয়েছেন, পানির স্তর নেমে যাওয়ায় পাম্প দিয়ে পানি উঠছে না। এর বদলে বালু উঠছে।

দিনভর পানি না থাকায় খাওয়ার জন্য বাইরে থেকে পানির বোতল কিনে এনেছেন রোগীর স্বজনেরা। অনেকে গোসল সেরেছেন পাশের হাসপাতালে গিয়ে।

ওয়াসার সরবরাহ করা পানির ট্যাংক। ছবি: নিউজবাংলা

গণপূর্তের প্রকৌশলীরা জানান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দুর্ভোগ কমাতে তাৎক্ষণিকভাবে ওয়াসার সঙ্গে কথা বলে ১৫ ট্যাংক পানি আনা হয়েছে। এছাড়া কিডনি হাসপাতালের পানির লাইন টানা হয়েছে। বিকেল ৪টার সময় পানি এসেছে। এখন বিশুদ্ধ পানি নিশ্চিতে হাসপাতালের উদ্যোগে সকালে একটি ট্যাংক বসানো হয়েছে।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিন বলেন, ‘পাম্প চালু করলেও পানি উঠছে না। এ কারণে গণপূর্তের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আলাদা একটি গভীর নলকূপ স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

‘এটার কাজ শেষ হলেও আর সাত দিন সময় লাগবে। এ কারণে ওয়াসার সঙ্গে কথা বলে আমার পাশের হাসপাতাল থেকে একটি লাইন সংযুক্ত করেছি। এখন আপাতত পানির সংকট নেই।’

এ বিভাগের আরো খবর