বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপি করলেও বঙ্গবন্ধুর সৈনিক, নৌকা পেয়ে জহুরুল

  •    
  • ২৯ অক্টোবর, ২০২১ ১৭:২৭

নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া জহুরুল বলেন, ‘অতীতে আমি বিএনপি করেছি, এটি সত্য। বর্তমানে আমি আওয়ামী লীগ করছি। বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে ও ইউনিয়নে আমার জনপ্রিয়তা বিবেচনা করে আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়েছে। এতে দোষের কিছু আছে বলে মনে হয় না।’

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম।

প্রতিদ্বন্দ্বী দলের সাবেক নেতাকে মনোনয়ন দেয়া নিয়ে দলের তৃণমূলে তৈরি হয়েছে অসন্তোষ। সমালোচনা শুরু হয়েছে ভোটারদের মধ্যেও।

জহুরুলের মনোনয়ন বাতিলের জন্য নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান দলের মনোনয়ন বোর্ডে লিখিত আবেদন করেছেন।

এতে সুপারিশ করেছেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি জাফর আলী, সাধারণ সম্পাদক আমন উদ্দিন আহমেদ মঞ্জু, নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধান, সাধারণ সম্পাদক ও এমপি আছলাম হোসেন সওদাগর।

এ বিষয়ে মশিউর বলেন, ‘জহুরুল ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। পরবর্তী সময়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। নারায়ণপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়কও ছিলেন। সম্প্রতি তিনি আওয়ামী লীগের গ্রাম কমিটির প্রাথমিক সদস্য পদ লাভ করেন।

‘আওয়ামী লীগের ইউনিয়ন কিংবা ওয়ার্ড কমিটির কোথাও তার নাম নেই। তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিলে কণ্ঠভোটে মাত্র ৭ ভোট পেয়েছেন। অন্য দিকে ছাত্রলীগ ও যুবলীগ করে বর্তমানে আওয়ামী লীগের সদস্য এবং মনোনয়নপ্রত্যাশী বেলাল হোসেন পেয়েছেন ৩৫ ভোট।’

তিনি আরও বলেন, ‘এরপরও তৃণমূল নেতাদের ভোটে প্রথম হওয়া বেলাল হোসেনকে বাদ দিয়ে আওয়ামী লীগে যোগ দেয়া বিতর্কিত ও সাবেক বিএনপি নেতা জহুরুল ইসলামকে কীভাবে মনোনয়ন দিল, বিষয়টি আমার জানা নেই। এ ঘটনা স্থানীয় নেতা-কর্মীরা কেউ মেনে নিতে পারছেন না।’

তৃণমূলে বেশি সমর্থন পাওয়া বেলাল হোসেন বলেন, ‘দলীয় নেতা-কর্মীর সমর্থন পেলেও ষড়যন্ত্র করে আমাকে নৌকার মনোনয়নবঞ্চিত করা হয়েছে। সাবেক বিএনপি নেতাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে।

‘দলীয় শৃঙ্খলা রক্ষা করতে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের মনোনয়ন দেয়ার দাবি জানাই। এ জন্য আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া জহুরুল নিজেও বিএনপির রাজনীতিতে যুক্ত থাকার কথা নিশ্চিত করেছেন।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘অতীতে আমি বিএনপি করেছি, এটি সত্য। বর্তমানে আমি আওয়ামী লীগ করছি। বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে ও ইউনিয়নে আমার জনপ্রিয়তা বিবেচনা করে আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়েছে। এতে দোষের কিছু আছে বলে মনে হয় না।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জহুরুল হকের মনোনয়ন বাতিলের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে। এখন মনোনয়ন বোর্ড যা সিদ্ধান্ত নেবে, তা-ই মেনে নিতে হবে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানান, ১৮ অক্টোবর মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। সেখানে ইউপি নির্বাচনের প্রার্থী মনোনয়নের জন্য উপস্থিত কার্যকরী সদস্যদের কণ্ঠভোট নেয়া হয়।

সেখানে মনোনয়নপ্রত্যাশী বেলাল হোসেন ৩৫টি, জহুরুল ইসলাম ৭টি ও বর্তমান চেয়ারম্যান মজিবর রহমান পান ৪ ভোট।

দেশে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণপুর ইউনিয়নে ভোট হবে ২৮ নভেম্বর।

এ বিভাগের আরো খবর