সিলেট-তামাবিল সড়কে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় শুক্রবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।
নিহতরা হলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের আক্তার হোসেন ওরফে হোসেন আহমদ ও অপরজন একই উপজেলার হাজিপুর গ্রামের আব্দুস শুকুর।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী প্রাইভেট কারের সঙ্গে সিলেট থেকে সবজি নিয়ে দরবস্ত বাজারের উদ্দেশে যাওয়া অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় পড়া গাড়ি দুটিও আটক করা হয়েছে বলে জানান ওসি।