মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
সদর উপজেলার ৩৭ বাজার এলাকায় শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মাগুরা ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার মোহাম্মদ সোহাগ।
নিহতরা হলেন সদরের হাজরাপুর গ্রামের সবজি ব্যবসায়ী আবুল কাশেম মোল্যা ও নড়াইলের বিমল দাস।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম নিউজবাংলাকে জানান, দুর্ঘটনার পরই পুলিশ ও ফায়ার সার্ভিসের দল উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলে বিমল দাসের মৃত্যু হয় এবং হাজরাপুর গ্রামের আবুল কাশেমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘনায় পড়া বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি বলে জানান এই কর্মকর্তা।