মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী ভারতে যাওয়ার চেষ্টা করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে ভারতে যাওয়া-আসা করায় সীমান্ত এলাকা থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
মহেশপুর উপজেলার মাটিলা ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে শুক্রবার সকালে তাদের আটক করা হয়। তাদের নামে মামলা দিয়ে মহেশপুর থানায় হস্তান্তর করে বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী ভারতে যাওয়ার চেষ্টা করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় মাটিলা সীমান্তের লেবুতলা গ্রাম থেকে ছয় জন ও যাদবপুর সীমান্তের সোনাইডাংগা গ্রামের মাঠ থেকে সাত জনকে আটক করা হয়।
তাদের বাড়ি খুলনা, বাগেরহাট, নড়াইল, সাতক্ষীরা, যশোর ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রামে।