ঠাকুরগাঁও সদররে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
উপজেলার ভেলাজান বাজারে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হালিম উদ্দিন। তার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার তারাঞ্জুবাড়ী গ্রামে।
আহত একজন ঢেকনাপাড়া গ্রামের বাছির উদ্দিন। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।
ওসি তানভিরুল জানান, ঠাকুরগাঁও শহর থেকে বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিলেন হালিমসহ দুইজন। অপরদিকে মোটরসাইকেলে বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন বাছির। পথে ভেলাজান বাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান বাছির।
আহতাবস্থায় হালিম ও আরেক মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।