বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এসএসসির কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ

  •    
  • ২৯ অক্টোবর, ২০২১ ১০:৪২

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শুক্রবার জানান, আগামী ৮ নভেম্বরের মধ্যে কেন্দ্র কমিটি গঠন করে সদস্যদের তালিকা বোর্ডে পাঠাতে বলা হয়েছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষার জন্য নির্বাচিত কেন্দ্র পরিচালনায় পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

পরীক্ষা পরিচালনায় কেন্দ্র সচিবকে সহায়তা করবে এ কমিটি।

আগামী ৮ নভেম্বরের মধ্যে কেন্দ্র কমিটি গঠন করে সদস্যদের তালিকা ঢাকা বোর্ডে পাঠাতে বলা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ইতিমধ্যে সব জেলা প্রশাসককে এসংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।’

চলতি বছরে এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর। তা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

এ পরীক্ষা হবে শুধু নৈর্বাচনিক বিষয়ে। অন্য আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়া হবে।

এবার চতুর্থ বিষয়ের পরীক্ষাও নেয়া হবে না। নির্ধারিত সূচিতে সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট এবং দুপুর ২টা থেকে বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে।

কবে কোন পরীক্ষা

১৪ নভেম্বর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), ১৫ নভেম্বর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং হিসাববিজ্ঞান, ১৬ নভেম্বর রসায়ন (তত্ত্বীয়), ১৮ নভেম্বর শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), ২১ নভেম্বর ভূগোল ও পরিবেশ এবং ফাইন্যান্স ও ব্যাকিং, ২২ নভেম্বর উচ্চতর গণিত (তত্ত্বীয়) এবং জীববিজ্ঞান (তত্ত্বীয়), ২৩ নভেম্বর পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা হবে।

নম্বর বিভাজন

বিজ্ঞান: এসএসসির বিজ্ঞান বিভাগের নম্বর বিভাজনে নিয়ে ঢাকা বোর্ড বলেছে, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষার রচনামূলক অংশে শিক্ষার্থীদের ৩২ নম্বরের পরীক্ষা দিতে হবে। এর মধ্যে রচনামূলক ২০ আর নৈর্ব্যক্তিক অংশে ১২ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে পরীক্ষার্থীদের। বিজ্ঞান বিভাগের রচনামূলক অংশে ৮টি প্রশ্ন থাকলেও যেকোনো দুটির উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। এখানে ১০ করে ২০ নম্বর।

নৈর্ব্যক্তিক অংশে ২৫টি প্রশ্নের মধ্যে ১২টির উত্তর দিতে হবে। এখানে নম্বর ১২। মোট ৩২ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে এসএসসিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের।

শিক্ষা বোর্ড বলছে, বিজ্ঞানে শিক্ষার্থীদের ২০ নম্বরকে ৫০ ও নৈর্ব্যক্তিকের ১২ নম্বরকে ২৫ নম্বরে রূপান্তর করে মোট প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে।

মানবিক ও ব্যবসায় শিক্ষা: এসএসসির মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ৪৫ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। রচনামূলকে ৩০ নম্বর ও নৈর্ব্যক্তিকে ১৫ নম্বরের পরীক্ষা হবে।

এর মধ্যে রচনামূলক অংশে ১১টি প্রশ্ন থাকলেও উত্তর দিতে হবে যেকোনো ৩টির। প্রতিটির মান ১০।

নৈর্ব্যক্তিকে ৩০টি প্রশ্ন থাকলেও উত্তর দিতে হবে ১৫টির। প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর করে মোট ১৫।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ৩০ নম্বরকে ৭০ ও নৈর্ব্যক্তিকের ১৫ নম্বরকে ৩০ নম্বরে রূপান্তর করে শিক্ষার্থীদের মোট নম্বর নির্ধারণ করবে বোর্ড।

প্রতিটি বিষয়ের পরীক্ষা ১ ঘণ্টা ৩০ মিনিটে হবে। রচনামূলকে ১ ঘণ্টা ১৫ মিনিট ও নৈর্ব্যক্তিকে সময় ১৫ মিনিট।//////////////////////

এ বিভাগের আরো খবর