ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় নিহত হয়েছেন একজন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দুই সহকর্মী।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়নের এসএমসি ফ্যাক্টরির কাছে বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মশিউর রহমান।
হতাহতদের পরিচয় রাতে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তারা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মশিউর জানান, রাত ১১টার দিকে এলাকার কারখানা থেকে বের হয়ে শ্রমিকরা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ শহর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি বাস তিনজনকে চাপা দিয়ে চলে যায়।
ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়। আহত দুজনকে আশপাশের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।