মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিঘাটে রো রো শাহ আমানত ফেরি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে প্রতিবেদন তৈরিতে চার সদস্যের উপকমিটি করেছে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠকে এই কমিটি করা হয়।
স্থায়ী কমিটির সদস্য শাজাহান খানকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন রনজিত কুমার রায়, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও আছলাম হোসেন সওদাগর।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ১৭টি পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, মোটরসাইকেল ও যাত্রী নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে আমানত শাহ নামে রো রো ফেরিটি নোঙর করছিল। ফেরি থেকে দু-তিনটি যানবাহন নামার পরপরই এটি কাত হয়ে ডুবে যায়।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উদ্ধার করা হয়েছে ফেরির সঙ্গে ডুবে যাওয়া ১১টি ট্রাক ও কাভার্ড ভ্যান। পানির নিচে শনাক্ত করা হয়েছে আরও চারটি।
বৈঠকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার ব্যাপারে তাগিদ দিয়েছে স্থায়ী কমিটি।
একাদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর-উত্তমের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের সব সমুদ্রবন্দরের জন্য একটি অভিন্ন ও একক আইন প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
এ ছাড়া বাংলাদেশের সব নদ-নদী পর্যায়ক্রমে দখলমুক্ত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন-পরবর্তী সভায় উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে।
বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
একই সঙ্গে জাতীয় সংসদে উত্থাপিত এবং পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দিতে কমিটিতে পাঠানো ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১’ নিয়ে বিশদ আলোচনা হয়।
প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাস করতে অধিকতর সংশোধিত আকারে সংসদে রিপোর্ট দিতে সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, নৌপরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।